আল আমিন, রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলার আট উপজেলায় শারদীয় দুর্গোৎসব- ২০২০ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় রংপুর সদর উপজেলাসহ আট উপজেলা থেকে আসা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ধর্ম যার যার, উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ অক্টোবর ২০২০ রবিবার সকাল ১১ টায় রংপুর পুলিশ সুুপার কাযার্লয়ের সম্মেলন কক্ষে স্বাস্থবিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে রংপুর জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে আসন্ন সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি মূলক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুসুদন রায়,অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ) পুলিশ সুপার সাময়িক দায়িত্ব প্রাপ্ত রংপুর। পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে সভাপতি মহোদয় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি উৎসবের প্রস্তুতিমূলক আলোচনায় অংশগ্রহন করেছি, উৎসবটি আমাদের ধমীর্য় ভাবগাম্ভীয্যের, ভাতৃত্ববোধ ও শৃঙ্খলার আলোতে নিজেদেরকে নিয়োজিত করে রাখতে হবে। তাই দেশের ভাবমূর্তিতে উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টির প্রয়াস। অতীতে ছিল, ভবিষ্যৎতেও থাকবে।
তিনি আরো বলেন, সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর লাইট এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে যে দিক নির্দেশনা দিয়েছেন তা সকলকে পূজার উৎসবে পালন করতে হবে। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলোতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করতে হবে যাতে সবাই সজাগ থাকতে পারি। নিজেদের শক্তিশালি স্বেচ্ছাসেবক টিম নিরপত্তার জন্য তৈরি রাখতে হবে।
যেকোনো ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক রংপুর পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার (০১৩২০-১৩২২৯৮) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) রংপুর, মারুফ আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) রংপুর, এবং মোঃ আরমান হোসেন পিপিএম (সি-সার্কেল) রংপুরসহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, (প্রশাসন ও অপরাধ) পুলিশ সুপার সাময়িক দায়িত্ব প্রাপ্ত রংপুর, মহোদয় সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপনের জন্য রংপুর জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।