নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার আদমপুর এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুল ইসলাম জানান, সাংবাদিক ইলিয়াছকে (৫২) হত্যায় জড়িত সন্দেহে তুষার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা উদঘাটনের জন্য তুষরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত ইলিয়াছ বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে।
বন্দর থানার এসআই তাহিদুল ইসলাম জানান, রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা স্থানীয় সংবাদকর্মী ইলিয়াছকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া ) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ফখরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ আটক তুষারকে জিজ্ঞাসা করছে । হত্যাকাণ্ডের সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদের আটক করার চেষ্টা চলছে।