ইমরোজ ইমুঃ রংপুরে স্বোচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ”বাংলার চোখ” এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় রংপুর সুমি কমিউনিটি সেন্টারে ”বাংলার চোখ” এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহামান মোস্তফা।
অনুষ্ঠানে বাংলা চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জা তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামলীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশারফ হোসেন, বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শাহ আলম হোসেন, বাংলার চোখের উপদেষ্টা রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আল-আমিন, বাংলার চোখের উপদেষ্টা ও মহুয়া বেকারীর সত্বাধিকারী আল হাজ্ব নুরুল হক মুন্না।
এছাড়া বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আজিজুল ইসলাম, নাজমা জামান, ঘঞঠ প্রতিনিধি মইনুল ইসলাম, দেলওয়ার হোসেন রংপুরী, নজরুল পাঠাগারের সাধারন সম্পাদক রশিদুল সুলতান বাবলু। উক্ত অনুষ্ঠান উদযাপন কমিটির দায়িত্ব পালন করেন বাংলার চোখে’র অন্যতম সদস্য দুলাল মিয়া, কন্ঠশিল্পি মিতু, সদস্য সচিব ওমর ফারুক। সফল উপস্থাপক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বারক প্রদান করা হয় বাংলার চোখে’র অন্যতম সদস্য মাহমুদুন্নবী বাবুল ও নাটকে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্বারক প্রদান করা হয় ডা: শাহাবুল ইসলাম সাগরকে।
বাংলার চোখের মহানগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়। মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন ও সাধারন সম্পাদক মো: ওমর ফারুক। কারমাইকেল কলেজ বাংলার চোখের সভাপতি রেজওয়ান আহমেদ সৌধ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রংপুর সরকারী কলেজের সভাপতি শুভ আহমেদ, সাধারণ সম্পাদক মিন্টু মিয়।
বেগম রোকেয়া ইউনিভার্সিটির সভাপতি আল আমিন বাপ্পী, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন আদিল সাংগাকা সভাপতি আহসানুল কাদির খাঁন মিলন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন।