ঈশ্বরদী,পাবনা প্রতিনিধিঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পাবনা-৪ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ টায় ঈশ্বরদীর বিএসআরআই মিলনায়াতনে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।
সিএইসি বলেন পাবনা -৪ আসনের উপনির্বাচন অবাধ নিরোপেক্ষ ও সুষ্ঠ শান্তিপূর্ণভাবে হবে। এর জন্য গনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ব্যবস্থা নেবে ইসি। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালেট পেপার। নির্বাচন সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে এখন পর্যন্ত আচরণ বিধি লংঘনসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। সিইসি বলেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সাংবিধানিক বাধ্যবাধকতা করোনা কালে নির্বাচন করছে নির্বাচন কমিশন।
আগামী ২৬ সেপ্টম্বর পাবনা -৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে হবে। প্রার্থীদের নির্বাচন আচারন বিধি মেনে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে অংশগ্রহনকারীদের দায়িত্বশীল আচারনের আহব্বান জানান তিনি।