পাবনা প্রতিনিধি : পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেছেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে পাবনা-৪ আসনের উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
এ জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মিকে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থণা করতে হবে। ভোটারদের ভোট কেন্দ্রে আনতে যুবলীগের প্রতিটি কর্মিকে কাজ করার আহবান জানান।
গতকাল শুক্রবার ঈশ্বরদীতে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এ কথা বলেন। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী উপজেলা যুবলীগ আহবায়ক শিরহান শরীফের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ রনি প্রমুখ।