ঈশ্বরদী, পাবনা প্রতিনিধিঃ পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ ঈশ্বরদী-আটঘড়িয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘদিনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই উপ নির্বাচন হচ্ছে।
গত রোববার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণ ভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় উপ নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসকে চুড়ান্ত প্রার্থী মনোনিত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে অনুযায়ী পাবনা-৪ সংসদীয় আসনের উপ নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস কে মনোনয়ন দেওয়া হয়েছে।
নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এছাড়াও দীর্ঘদিন তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে তিনি এই অঞ্চলে মুজিব বাহিনীর কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই আসনের প্রার্থী হতে ডিলু পরিবারের ৮ জন সদস্য সহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছিলেন। এরমধ্যে থেকে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এই আসনের উপ নির্বাচন।