নিজস্ব প্রতিবেদকঃ গেল সপ্তাহের চার কার্যদিবস পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার (৭ জুন) দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২১ শতাংশ এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক দশমিক ২২ শতাংশ বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল উর্ধমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কিছু সময় পর সূচকে নিম্নমুখিতা দেখা গেলেও দিনশেষে উর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৩ পয়েন্ট বেড়ে দিন শেষে ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ৯১৬ পয়েন্টে। ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৬ পয়েন্ট বেড়ে গতকাল ১ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩২২ পয়েন্টে।
গতকাল এক্সচেঞ্জটিতে মোট ৭০ কোটি ২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪২ কোটি ৯৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯টির আর অপরিবর্তিত ছিল ২৫৬টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৫৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ করে দখল করে নিয়েছে টেলিযোগাযোগ খাত। ১১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন,সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ও এক্সিম ব্যাংক
দর বাড়ার শীর্ষ কোম্পানির তালিকায় ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, ফনিক্স ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, সিলভা ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড , লিন্ডে বাংলাদেশ, সেন্ট্রাল ইন্সুরেন্স ও এসিআই লিমিটেড।
অন্যদিকে এক্সচেঞ্জটিতে দর পতনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে দুলামিয়া কটন, বেক্সিমকো সিনথেটিকস ,ঢাকা ডায়িং, শাইন পুকুর সিরামিকস, এসিআই ফরমুলেশন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, ফনিক্স ফিনান্স, শ্যামপুর সুগার ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৮০৮ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৬টির আর অপরিবর্তিত ছিল ৫৯টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৭ কোটি ৩৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি ৫৯ লাখ টাকা।