শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর সদর উপজেলায় ৩ জন, নবাবগঞ্জ উপজেলায় ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় ১ জন, পার্বতীপুর উপজেলায় ১ জন, বোচাগঞ্জ উপজেলায় ১ জন এবং ঘোড়াঘাট উপজেলায় ১ জনের করোনা শনাক্ত রয়েছে।
তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার নয়নপুরের স্বামী-স্ত্রীসহ ৩ জন রয়েছেন। এর মধ্যে স্বামী-স্ত্রী গাজীপুরের ১টি গার্মেন্টসে কাজ করেন এবং অপর ১ জন পুরুষ নারায়নগঞ্জ থেকে এসেছেন। ফুলবাড়ী উপজেলার মাদিনাহাট দৌলতপুর গ্রামের ১ জন নারায়ণগঞ্জ ফেরত। নবাবগঞ্জ উপজেলা ৩ জন হলেন- গোলাপগঞ্জ ইউনিয়নের শালদিঘী গ্রামের ১ জন, শালখুড়িয়া ইউনিয়নের আলাগাড়ি ১ জন, কুচদহ ইউনিয়নের কচুয়া গ্রামের ১ জন। পার্বতীপুরের নামাপাড়ায় ১ জন। বোচাগেঞ্জে সাতইল ইউনিয়নের ১ জন। ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নে ১ জন।
দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম আরোও জানান, করোনা শনাক্ত ব্যক্তিদের বাড়ি ও তার এলাকা লকডাইন করা হয়েছে। গত দুইদিন আগে যাদের দেহে করোনা শনাক্ত হয়েছে, তাদের চিকিৎসা ভালভাবেই হচ্ছে। এখন তারা অনেকটা সুস্থ বলেও তিনি জানিয়েছেন।