ফোকাস ডেস্কঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বিদেশ ফেরত এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশ অমান্যকারীকে সর্বোচ্চ ছয় মাস জেল বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এ শাস্তির কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন তাদেরকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এসব প্রবাসীর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে, তার বিরুদ্ধে সংক্রামক রোগ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনায় আরো বলা হয়, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী সরকারি নির্দেশ অমান্যকারীকে সর্বোচ্চ ছয় মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
নির্দেশনায় করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগম এগিয়ে চলা এবং যার যার অবস্থান থেকে এটি মোকাবেলা করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের ১৭০টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে একজনের মৃত্যু এবং ১৭ জন সংক্রমিত হয়েছেন। তবে এর মধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।