ফোকাস ডেস্কঃ চীনের হুবেই প্রদেশে আরো একটি হাসপাতাল নির্মাণ হচ্ছে। করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আগেই হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছিল চীন। সে অনুযায়ী একটি হাসপাতাল ইতোমধ্যে তৈরি হয়ে গেছে এবং সেখানে চিকিৎসা কার্যক্রমও শুরু হয়ে গেছে। দ্বিতীয় হাসপাতালটির নির্মাণ কাজও প্রায় শেষ বলে দাবি করছে চীনা প্রশাসন।
নির্মাণাধীন হাসপাতালটির নাম লেইশেনসান হাসপাতাল। আগামী সপ্তাহ থেকেই সেখানে চিকিৎসা দেয়া যাবে। হাসপাতাল নির্মাণে শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে হাসপাতালের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
কয়েক ডজন ক্রেন দিয়ে হাসপাতাল নির্মাণে কাজ চালানো হচ্ছে। এর আগে হুয়াংঝু জেলায় নির্মিত প্রথম হাসপাতাল ভবনটি মূলত হুয়ানগ্যাং সেন্ট্রাল হাসপাতালের একটি নতুন শাখা। আগামী মে মাসে হাসপাতালটি চালু করার কথা থাকলেও পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নির্মাণ কাজ শেষ করতে আদেশ দেয় কর্তৃপক্ষ।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার পর্যত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে জাপান, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কমপক্ষে ১৮টি দেশে ৯৮ জনের মধ্যে এই সংক্রমণের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। তবে চীনা ভূখণ্ডের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।