ফোকাস ডেস্কঃ যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় উন্নত অস্ত্র ব্যবহার করতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এ কথা বলেন।
জেনারেল হাতামি বলেন, আগ্রাসীদের বিরুদ্ধে সময়মতো জবাব দেয়ার জন্য যে ধরনের ক্ষমতা ও ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন, ইরানের তা সবই আছে।
তিনি বলেন, যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য ইরান উন্নত পর্যায়ের অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।
আরো বলেন, অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখেই ইরান সামরিক সরঞ্জামাদির নকশা প্রণয়ন করেছে। আর তাই সেভাবেই এসব অস্ত্র ও সরঞ্জামাদি উৎপাদন করা হয়েছে।
ইরাকে অবস্থিত আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি ছিল ইরানের পক্ষ থেকে আমেরিকার মুখে দেয়া কঠোর থাপ্পড়। ইরানের পক্ষ থেকে আমেরিকার গালে দেয়া এই থাপ্পড় ইতিহাসে স্থান করে নেবে।