ফোকাস ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী এই কমান্ডার নিহত হয়েছেন।
শুক্রবার রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে রকেট হামলা চালানো হয়।এতে জেনারেল কাসেম সোলেইমানিসহ আটজন নিহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের (পিএমইউ) সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসও নিহত হয়েছেন।
পেন্টাগনের দাবি, ভবিষ্যতে ইরানের আরও হামলার পরিকল্পনা নস্যাৎ করতেই জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার লোকজনকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে।
ইরানের বিপ্লবী গার্ডসও জেনারেল কাসেমের মৃত্যুর কথা স্বীকার করেছে। তারা বলেছে, মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
পেন্টাগন জানিয়েছে, ইরানপন্থী বিক্ষোভকারীরা চলতি সপ্তাহে বাগদাদের মার্কিন দূতাবাস ঘেরাও করার পর তাকে হত্যার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সোলাইমানির মৃত্যুর সংবাদ প্রকাশে পর মার্কিন পতাকার একটি চিত্র টুইটারে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিস্তারিত কিছু বলেননি।