ফোকাস ডেস্কঃ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মমহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর সল্লায় নামকস্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে বলে ধারনা করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকাল ৬ টার দিকে আমরা হাঁটার জন্য বাড়ি থেকে বের হই। পরে সল্লা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাস ও ট্রেন লাইনের মাঝখানে একজন লোককে পড়ে থাকতে দেখে কাছে এগিয়ে যাই। গিয়ে দেখি লোকটি মারা গেছে। ট্রেন লাইনে কয়েক জায়গায় রক্ত পড়ে থাকতে দেখে মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ে লোকটির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানাই।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। রেল পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। রেল পুলিশ এসে মরদেহ নিয়ে যাবে।