ফোকাস ডেস্কঃ সাতক্ষীরার তালায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার নগরঘাটা এলাকার সমনডাঙ্গার ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বয়স আনুমানিক ২২ বছর।
ওসি আরও বলেন, মরদেহটি কয়েকদিন আগের হতে পারে। মরদেহটি পঁচে গেছে এবং মরদেহের অধিকাংশ জায়গা মাছে খেয়ে ফেলেছে। তার গায়ে আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।