ফোকাস ডেস্কঃ নওগাঁয় টাস্কফোর্স এর অভিযানে কোটি টাকা মূল্যের দু‘টি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে ময়েজ উদ্দিনের বাড়ি থেকে মূর্তি দু‘টি উদ্ধার করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান এবং নওগাঁ ১৬ বিজিবির মেজর আহসান হাবীব।
অভিযানে মান্দা থানার উপপরিদর্শক ফারুক হোসেন ও গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ময়েজ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার মাটির বাড়ির দোতালা ঘরে তল্লাশি চালিয়ে দুইটি বিষ্ণুমূতি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ময়েজ উদ্দিন পালিয়ে যায়। উদ্ধারকৃত মূর্তি দু‘টির আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।