ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন আরও এক নারী। তার নাম মনোয়ারা বেগম। ৭৫ বছর বয়সী মনোয়ারাকে নিয়ে ঢাকা মেডিকেলে মোট ১৫ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মনোয়ারার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি মিরপুর-২ নম্বরে থাকতেন। গত ৩ আগস্ট মনোয়ারাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান বলে জানান মনোয়ারার নাতি শিহাব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোয়ারা বেগম জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।