পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে আল-আমিন (২৮) নামের এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কুয়াকাটার বেড়িবাঁধ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আল-আমিন মির্জাগঞ্জ উপজেলার পায়রা কুঞ্জ এলাকার আ. রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়াকাটায় গাছের সঙ্গে আল-আমিনের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এসব তথ্য নিশ্চিত করে মহিপুর থানার ওসি সোহেল আহম্মদ জানান, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।